lirik lagu annie - kare dekhabo
Loading...
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কার ফলন্ত গাছ উখারিলাম
কারে পুত্র শোকে গালি দিলাম গো,
না জানি কোন অভিশাপে
এমন গেল হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
Lirik lagu lainnya:
- lirik lagu a$ap rocky - ☆☆☆☆☆ 5ive $tar$
- lirik lagu marky style feat. guy gabriel - drunk
- lirik lagu jack black polka band - more is my love
- lirik lagu arijit singh - binte dil
- lirik lagu dependence - half awake, half in a dream
- lirik lagu the frand band - scent of christmas
- lirik lagu reda al abdallah - azraa'
- lirik lagu rise rashid - champion sound
- lirik lagu mili - mirror mirror
- lirik lagu venus hum - mechanics & mathematics (remodeled)