lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu ankur mahamud - chader alo

Loading...

তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

চিলেকোঠার জানালায় বসে আছো কেন বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো

চিলেকোঠার জানালায় কেন বসে আছো বলতো
মিছে আশার খেলাঘর কেন বাধছো বলতো

অলস দুপুর সন্ধ্যে বেলা আমায় তুমি দেখো
ইচ্ছে করে দুষ্টমিটা চোখের কোণে রেখো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো
তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো

আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে
রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো

কি মায়ায় তোমাকে এত বেসেছি ভাল
তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...