lirik lagu anindya chatterjee - bune bune jai
তুমি কি শুনলে?
না জেনে বুনলে জট যাবেই পাকিয়ে
তার কিছুটা খুলবে, প্রশ্ন ঝুলবে
জীবন অবাক তাকিয়ে
দু’হাতে কাঁটা, অযথা হাঁটা
গত জন্মের টুকরো ভুল
গলার মাপে, কী যেন কাঁপে
রোদে ছেঁড়াখোঁড়া উল
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো
আর এফোঁড়~ওফোঁড়, এফোঁড়~ওফোঁড়
এফোঁড়~ওফোঁড়
উল কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)
মায়াবী উল টুপি, দেখেছে চুপিচুপি
মেঘে ঢাকা আজল কাজল চোখ
মায়াবী উল টুপি, দেখেছে চুপিচুপি
মেঘে ঢাকা আজল কাজল চোখ
কুয়াশা ঢেকে দেওয়া টয় ট্রেনে
বেচারি আহাম্মক
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো
আর এফোঁড়~ওফোঁড়, এফোঁড়~ওফোঁড়, এফোঁড়~ওফোঁড়
উল কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই
বুনে বুনে যাই
ডাক শুনে শুনে পিছনে তাকাই
দিন গুনে গুনে যাই
Lirik lagu lainnya:
- lirik lagu hanson brothers - it's a secret
- lirik lagu ghaliaa - go away (remix)
- lirik lagu death waves - you and me
- lirik lagu nmb48 - which one
- lirik lagu janice dudley - all night
- lirik lagu gary sun - oaths
- lirik lagu ishtar - aruna
- lirik lagu 5v - b4 u go
- lirik lagu faxo - en busca del dinero
- lirik lagu we set sail - hurry up, i wanna fuckin' leave