lirik lagu anindita & sanatan - mor priya hobe eso rani
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
Lirik lagu lainnya:
- lirik lagu elams feat. kenza farah - petit frère
- lirik lagu the changcuters - salut untukmu
- lirik lagu the changcuters - tak mampu rindu
- lirik lagu andrew lloyd webber - growltiger's last stand
- lirik lagu aabir & pallavi - aguner poroshmoni
- lirik lagu principality of hell - strike of the beast
- lirik lagu anupam pal - adhek ghume nayan chume
- lirik lagu adhemy - dengar dan hargai aku
- lirik lagu kathy mar - daughters and sons
- lirik lagu eaglenz - that's her life