lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu anila - gaibona

Loading...

দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো (নিয়ে নিতে পারো)
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত

মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত

(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা

দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত

(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা

নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আস নি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত

নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আসনি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত

(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা

গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা

গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা

(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...