
lirik lagu anila, fuad - tirjok
তির্যক বাঁকা স্রোত
শব্দের ক্যানভাসে
দিনমান প্রিয় সুর
দখিনা বাতাসে
(কালো মেঘ) কালো মেঘ থম থম থম হয়
স্থির ওই মন চঞ্চল
জলজতর বনে দেখি
তোমারই মুখ অবিকল
আ…
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
তীব্র কাঁচা রোদ
গ্রীষ্মের ক্যানভাসে
দিনমান প্রিয় মুখ
নীলাভ আকাশে
কোলাহল জল থই থই বয়
স্থির ওই মন চঞ্চল
জলজতর বনে দেখি
তোমারই মুখ অবিকল
আ…
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
সময়ে~অসময়ে কেনো
তোমাকেই শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো
তোমাকেই শুধু চাই
সময়ে~অসময়ে কেনো
তোমাকেই শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো
তোমাকেই শুধু চাই
বুঝতে পারিনা
বলতে পারিনা
সইতে পারিনা
চাইতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
আঁকাবাঁকা পথে ঝরা
পাতা বনফুলে
কান পেতে শোনা ঝিঁঝিঁ
পোকা কথা বলে
আঁকাবাঁকা পথে ঝরা
পাতা বনফুলে
কান পেতে শোনা ঝিঁঝিঁ
পোকা কথা বলে
আ…
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
Lirik lagu lainnya:
- lirik lagu егор летов (egor letov) - бери шинель (like a rolling stone) (live)
- lirik lagu the serenadas - all out of love
- lirik lagu intence - mondehh 9teenth
- lirik lagu junction 28 - dark thoughts
- lirik lagu jeembo - 5 star
- lirik lagu jamie parker, jack wolfe - i am the one (reprise)
- lirik lagu jay twolly - смогу удивить (i can surprise)
- lirik lagu cocomelon - the abc song
- lirik lagu anderson east - fool myself
- lirik lagu autumn! - key to the benz