lirik lagu andrew kishore - amar babar mukhe
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
শিল্পীর ঘরে জন্ম
তাই শিল্পী হয়েছি
সংগীতটাকে সারাজীবন
সংগী করেছি
জীবনে যত দু: খ
যত কস্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে
সব-ই ভুলেছি
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
বাবা যেন আজও স্বর্গে বসে
গাইছে সেই গান
যেই গান শুনে সপেছিল মা
বাবাকে মন ও প্রাণ
কোনোদিন এই কণ্ঠ
যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরণ এসে
আমাকেও নিয়ে যায়
এই গান-ই আমার জীবন-মরণ
গান-ই যেন প্রাণ
আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মত
গাইতে হবে গান
সেদিন থেকে গান-ই জীবন
গান-ই আমার প্রাণ
Lirik lagu lainnya:
- lirik lagu איג'יי סאן - supernova - סופרנובה - ejay son
- lirik lagu tarequito - tänk noga
- lirik lagu christian nodal - es mentira
- lirik lagu zate - 7,7
- lirik lagu 翡翠(cv:井上和彦) feat. アクラム - 月光の蜘蛛糸 素肌の海賊船
- lirik lagu sufi band - calon istri
- lirik lagu doncat - close hand
- lirik lagu team hamburg - vs. pueblo escobar [blb 2017 8el-finale rr - berlin]
- lirik lagu thaíde & dj hum - algo vai mudar
- lirik lagu goldwash - won't cry