
lirik lagu amlaan feat. ishan mitra & trissha chatterjee - o mon (from "ke tumi nandini")
Loading...
শুনে যাই, শুধু শুনে যাই
আর দিন গুলো গুনে গুনে যাই।
বুনে যাই, কথা বুনে যাই
আর ভাবতে থাকি কবে তোকে শোনাই।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
ভুলে ভরা পৃথিবীটা
যেন তোর নামেতে সত্যি হয়
আমারও তো বেঁচে থাকা তোর জন্যে
যেমন মিথ্যে নয়।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
Lirik lagu lainnya:
- lirik lagu locash - hillbillies with guitars
- lirik lagu jpegmafia - the last of us
- lirik lagu gabby barrett - rivers deep
- lirik lagu locash - secret weapon
- lirik lagu interpol - the weekend
- lirik lagu riley green - same old song
- lirik lagu jpegmafia - i used to be into dope
- lirik lagu moon tooth - through ash
- lirik lagu sh3 - minus 2 fifty
- lirik lagu martha - so sad (so sad)