
lirik lagu amit kumar - ami chini go chini
Loading...
[chorus]
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে
তুমি থাক সিন্ধুপারে
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
[verse 1]
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি শারদপ্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি হৃদি~মাঝারে
তোমায় দেখেছি হৃদি~মাঝারে
ওগো বিদেশিনী
[verse 2]
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি, শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
[verse 3]
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
[outro]
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
Lirik lagu lainnya:
- lirik lagu johan kolt - after all
- lirik lagu bruce springsteen - indian town
- lirik lagu bruhmanegod - silence
- lirik lagu dave blunts - git it all
- lirik lagu запад-81 (zapad-81) - возвращение (return)
- lirik lagu butdan - ice heart
- lirik lagu anys - tiriri
- lirik lagu _ynwmk - 10:05
- lirik lagu khalil ismail nasheed - beautiful
- lirik lagu faminé arp - flagellant