
lirik lagu alv33 - debi
[chorus]
তোমার স্মৃতির ভারে,আমার জীবন বাড়ে না
তুমি নেই আমার পাশে, আমার মন টা মানে না
আমি বলবো শতবার আমার ভালোবাসা পাবে না
তুমি খুলো দরজা দেখো পড়ে আছে দেবদাস
এত কপাল খারাপ আমার করতে পাইনি তোমায় touch
আমি জানি আমি ছাড়া সবাই দেখতে পারে তোমার নাচ
অনেক সুন্দর করে ডাকি তোমায়, রানি বানায় রাখি তোমায়
দেবীর মতো পুজা করি সবাই ডাকে “মাগী” তোমায়
আমায় feelings দাও নাই আমি জানি তুমি lucky stonner
osama হয়ে t4hsin knock দিয়ে message~এ খালি ফাটায় বোমা
এগিয়ে যাও তুমি,ভয় পাইও না করবো না আমি যাদু~টোনা
আমি জানি এই খেলায় হেরে গেসি তবুও আমি হার মানবো না
[verse 1]
তুমি আমায় পাগল প্রমাণ করতা, তুমি আমার খারাপ চাও
তুমি আমায় ভালোবাসতা না, তুমি শুধু চলে যাও
তুমি হলা এমন type~এর মেয়ে খারাপ সময়ের জন্য ছেড়ে যাও
লাগবে তোমার গায়ে আযাযিলের অভিশাপ তুমি ভুলে যাও
জীবন তোমার এখনো অনেক বাকি কেবল high~school এ যাও
আমার অনেক side chick, বললে ভালোবাসি বলে, “মুখে নাও”
পরতে পাই না আর কারো প্রেমে তুমি বুঝে নাও
gang আছে, ভাই আছে শুধু আমার ভালোবাসা টাই টিকে না
[verse 2]
তোমার মাথা ketamine করে high, আমি জানি miss করতে পাও না তুমি
একটা মেয়ে আমার restrurant~এ freestyle শোনার পরে দেখায় আমাকে ওর b00bie
এমন ভাবে আমি represent করি আমাদের প্রেম কাহিনী টা movie
কাপড় এতো সুন্দর, আমি এতো সুন্দর, সবাই তো আমার দিকে দেয় উঁকি
আমার তো মাথায় চলতে থাকে বেইমানীর সব case লাগবে একটা উকিল
আছে যে mubc’র একটা মেয়ে আছে যে আরেকটা মেয়ে আমার viqi’r
বলবো না মিথ্যা তোমাকে প্রতিদিন miss করি আমি ঠিকই
না জেনে সত্য~মিথ্যা তোমার নামেই করতাম প্রতিদিন জিকির
হ্যা,আমি তোমার থেকে সব শিখি
ফেলায় দিবো আমি wicket
hoe
[chorus]
তোমার স্মৃতির ভারে,আমার জীবন বাড়ে না
তুমি নেই আমার পাশে, আমার মন টা মানে না
আমি বলবো শতবার আমার ভালোবাসা পাবে না
তুমি খুলো দরজা দেখো পড়ে আছে দেবদাস
এত কপাল খারাপ আমার করতে পাইনি তোমায় touch
আমি জানি আমি ছাড়া সবাই দেখতে পারে তোমার নাচ
অনেক সুন্দর করে ডাকি তোমায়, রানি বানায় রাখি তোমায়
দেবীর মতো পুজা করি সবাই ডাকে “মাগী” তোমায়
আমায় feelings দাও নাই আমি জানি তুমি lucky stonner
osama হয়ে t4hsin knock দিয়ে message~এ খালি ফাটায় বোমা
এগিয়ে যাও তুমি,ভয় পাইও না করবো না আমি যাদু~টোনা
আমি জানি এই খেলায় হেরে গেসি তবুও আমি হার মানবো না
Lirik lagu lainnya:
- lirik lagu teedee, window kid, hyperactive world & k dot (uk) - outside - remix
- lirik lagu abby holliday - steve martin (alt version)
- lirik lagu leandro (prt) & david botero - porquê eu, meu deus
- lirik lagu renny conti - safe
- lirik lagu top one (pol) - granica
- lirik lagu ineza (singer) - walking away
- lirik lagu carver commodore - take time
- lirik lagu maksiulightning - love is a war
- lirik lagu sinizter - coldworld
- lirik lagu conciencia ambiental - last breath (feat. miguel angel oroyo perez)