lirik lagu alif & shakib khan - borbaad- from " rajkumar"
[verse 1]
কার জন্য ভেতর মাঝে
ওলট~পালট লাগে
কেন রে আদর~আদর
বড্ড মায়া লাগে
কার জন্য ভেতরটাতে
আকাশ পাহাড় আবেগ
কার জন্য আনন্দটা
অভিমানী মেঘ
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[verse 2]
তার বুকে ভোরে কাটে দিন একাকার
কেবলই আমার সে, কেবলই আমার
ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি
তার বুকে ভোরে কাটে দিন একাকার
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[pre~chorus]
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
[chrous]
বোঝে না, বোঝে না মন, ব্যথা পাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
Lirik lagu lainnya:
- lirik lagu andrés calamaro - libros sapienciales
- lirik lagu amo988 - gurbet
- lirik lagu blok b - king (interlude)
- lirik lagu e l u c i d - cap weave
- lirik lagu müslüm gürses - sarı saçlarından sen suçlusun
- lirik lagu roberta campos - sobre abra a porta (comentário)
- lirik lagu dua lipa - illusion (extended)
- lirik lagu sudeal - batman
- lirik lagu playboi52 - hautnah
- lirik lagu navn - b2c