lirik lagu akib rafi - gontobbo
জীবনে ফিরে তাকিয়ে আমি
মনে জড়ো হয় কল্পনা
বসে ফিরে একাকি আমি
আমার সত্ত্বা আজও অচেনা
ভাঙা কাঁচের মত বিচ্ছিন্ন আমি
মরুভূমির মত মৃত হৃদয়
কখনো খুঁজে ফিরি সবুজ সে প্রান্তর, আমার
পৃথিবী যেখানে রাখা
আমায় নিয়ে যাও খোলা আকাশের নিচে
আমায় শুনতে দাও পাখিদের গান
সিক্ত করে দাও অবিরাম অশ্রুতে
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই।
হারিয়ে গেছে আমার ঠিকানা
তবু আমি গন্তব্যহীন নই
শত প্রাণের মাঝে আজ জড় আমি
প্রতিক্ষায় থাকি তোমার
ভাঙা কাঁচের মত বিচ্ছিন্ন আমি
মরুভূমির মত মৃত হৃদয়
কখনো খুঁজে ফিরি সবুজ সে প্রান্তর, আমার
পৃথিবী যেখানে রাখা
আমায় নিয়ে যাও খোলা আকাশের নিচে
আমায় শুনতে দাও পাখিদের গান
সিক্ত করে দাও অবিরাম অশ্রুতে
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই।
আমায় নিয়ে যাও খোলা আকাশের নিচে
আমায় শুনতে দাও পাখিদের গান
সিক্ত করে দাও অবিরাম অশ্রুতে
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
স্মৃতিস্বারকের মাঝে বাঁচতে চাই
Lirik lagu lainnya:
- lirik lagu lil drum - balmains
- lirik lagu raccooneggs - dick pics
- lirik lagu plts - maelstrom
- lirik lagu dinosaur 88 - regreso a casa
- lirik lagu sueño de hormiga - solo tú
- lirik lagu jaziel avilez - mi origen
- lirik lagu drake - is there more
- lirik lagu kaleidoreal - a life wasted part 2
- lirik lagu brennan villines - bad habit
- lirik lagu illmac - raising the bar #10