lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu akash - chole gecho tate ki

Loading...

চলে গেছো তাতে কী
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়

চলে গেছো তাতে কী
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না

শুভদৃষ্টির বিনিময়
হলে ভালোবাসা হয়
লোকে তারে ভালোবাসা কয়
আমি বলি ছলনা এই সবই যন্ত্রণা
এগুলো ভালোবাসা নয়
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলো না
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয়, বলো না
i wana say i love you
my love is only for you
i love you until i am alive
i wana say i love you
my love is only for you
i love you until i am alive
hey girl please don’t refuse me
accept my love seriously
request mine
hey girl please don’t refuse me
accept my love seriously

request mine

দিল কি ইস কোনে পার
রাহোঁ মে তুম আগার
ইস দিল মেঁ কিয়া হ্যাঁয় সোচো না
দিল কি ইস কোনে পার
রাহোঁ মে তুম আগার
ইস দিল মেঁ কিয়া হে সোচো না
আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস কো কেহতে হ্যাঁয় বোলো না

আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস কো কেহতে হ্যাঁয় বোলো না

এতক্ষণ যা শুনছিলেন
সব ছিলো আবেগের কথা
এখন বলছি বাস্তবতা
বেশি টাকার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়
টাকা পয়সা ফুরালে
মেয়েরা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়

মানুষ কেন ধোকা খায় বল না
লোকে আমারে শুধায়
মানুষ কেন ধোকা খায় বল না

বিয়া হইসে তাতে কী
হলুদে তো এসেছি
বসেছিলে মণ্ডপের কোণায়
চলে গেছো তাতে কী
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি

লোকে আমারে শুধায়
মানুষ কেন ছ্যাঁকা খায় বল না
লোকে আমারে শুধায়
মানুষ কেন ছ্যাঁকা খায় বল না

মরে গেছো তাতে কী
জানাজায় তো এসেছি
শুয়ে রবে কবরের কোণায়
লোকে আল্লাহরে শুধায়
মানুষ কেন মারা যায় বল না

স্পট আছে যতদিন
খেয়ে যাবো গাঞ্জা ততদিন

পরে রবো ভবের মূর্ছনায়
স্পট আছে যতদিন
খেয়ে যাবো গাঞ্জা ততদিন
পরে রবো ভবের মূর্ছনায়
লোকে আমারে শুধায়

মানুষ কেন গাঞ্জা খায় বলো না
লোকে আমারে শুধায়
মানুষ কেন গাঞ্জা খায়

এই কণ্ঠ যতদিন
গেয়ে যাব গান ততদিন
পরে থাকবো সুরের মূর্ছনায়
লোকে আমারে শুধায়
মানুষ কেন গান গায় বলো না

চলে গেছো তাতে কী
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
তুমি আছো হৃদয়ের আয়নায়
তুমি আছো হৃদয়ের আয়নায়
চলে গেছ তাতে কী
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরী


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...