lirik lagu akash choa valobasha by habib, nancy - haway haway dolna dole
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে, তুমি এসো
তবু এসো, ভালোবেসে
খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে
গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে
আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে
রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিঁপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য
আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের
দুয়ার দিয়েছি খুলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান, লেপে দেব
সাজিয়ে দেব ফুলে
তুমি এসো
তবু এসো, ভালোবেসে।
©eren99
Lirik lagu lainnya:
- lirik lagu димдэкт (dimdekt) - занозы (zanozi)
- lirik lagu mougounho - sign
- lirik lagu street bulldogs - sheep and sheepherds
- lirik lagu reallowly pluto - sever stolica
- lirik lagu esme bridie - mad about it
- lirik lagu s1ty18 - русская районная 2 (russkaya rayonnaya 2)
- lirik lagu zoid - remember (gyazai gyozo remix)
- lirik lagu elkka - make me
- lirik lagu scellé123 - psycho music
- lirik lagu обязательно брошу (obyazatelno broshy) - целуй (tseluy)