lirik lagu aarka - akasher nile
Loading...
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
ও হৃদয়ের আলোয়
তাঁরার দ্বীপ জ্বেলে,
জেগে রয়েছি
তোমারি দু চোখে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
তোমার কি বা আছে দেবার
এ দু চোখে নোনা জল
বিরহের ই করুন সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানবে না কখনো
কত কাছে, তুমি ছিলে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
ও হৃদয়ের আলোয়
তাঁরার দ্বীপ জ্বেলে,
জেগে রয়েছি
তোমারি দু চোখে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
Lirik lagu lainnya:
- lirik lagu shawnymoney - quit copying
- lirik lagu famous dex - groovy
- lirik lagu tristan price - it ain't worth it
- lirik lagu maroon 5 - whiskey (feat. a$ap rocky)
- lirik lagu paola - emina edo
- lirik lagu blai$y & shiloh dynasty - world without you
- lirik lagu daniel dicriscio - sin
- lirik lagu propaganda - we "sketchbooks"
- lirik lagu changstarr - savage
- lirik lagu the parallax - foreshadow